এখানে আপনাদের লেখা প্রকাশিত হবে।
P64
--- বর্ষবরণ —
প্রিয়স্মিতা রায়
হে নবীন ! প্রণাম তোমারে
সুস্বাগতম!
প্রাচ্য - পাশ্চাত্যের সংবিধান হউক
একমেবাদ্বিতীয়ম!
হে নবীন , পূজি তোমারে
যেথায় বিরাজমান ,
কৌরব পান্ডব যুদ্ধ স্থগিত
নিবিড় উপাখ্যান।
রিপুর কোপে, রক্ত প্লাবনে
প্লাবিছে রণাঙ্গন ;
খনার বচন কহে "টিক টিক!" -
পুনশ্চঃ মন্বন্তর।
সজাগ ইন্দ্রিয় "মা ভৈ - মা ভৈ"
স্থৈর্য্য স্থাপত্য ;
ষাড়গুণ্যে ধাবমান, আভূতল
আনুগত্য।
নবীন তুমি মিটাও যত
বর্ণাশ্রম বৈভব,
শ্রুতির বাণী ফিরুক তত
বৈদিক উপনিষদ ।
যদুবা মৃত্যুই হয় জীবনোত্তর
মরণোত্তর তিমির,
দেহান্তর প্রতিসরণে অমরত্ব
সুনিবিড়।
দূর বহুদূর - অলীক তৃষাতুর, শত
আলোকবর্ষ পরে,
অনিশ্চিতকে নিশ্চিত কোরো, বেঁধে রেখো
মনের জোরে - ভালোবাসার সন্তর্পণে।।
কলমে ---
Priyasmita Roy
P74

চিত্রাঙ্কন(Sketches)
তমাল রায়চৌধুরী (Tamal Roychoudhury)
































Go to Home_page